
সাতক্ষীরা প্রতিনিধি: ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক যায়যায়কাল পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আব্দুর রহমান। পাশাপাশি তিনি জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ জি২৪ ডটকম’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকায় কর্মরত রয়েছেন।
রোববার দৈনিক যায়যায়কাল পত্রিকার কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত নিয়োগপত্র ও আইডি কার্ড প্রদান করা হয়েছে।
আব্দুর রহমান ২০০৮ সালের সেপ্টেম্বর মাস থেকে মাসিক সাহিত্যপাতার সম্পাদনা এবং ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দৈনিক কাফেলায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এরপর ২০১৮ সালে দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি এবং ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দৈনিক কালের চিত্র পত্রিকায় স্টাফ রিপোর্টারসহ বিভিন্ন পত্রিকায় সফলতার সাথে কাজ করেছেন।
বর্তমানে তিনি দৈনিক যায়যায়কাল পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সাংবাদিক মো. আব্দুর রহমান সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা হতে দাখিল, আলিম এবং সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা হতে ফাজিল ও কামিলসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় সাতক্ষীরা সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।