শুক্রবার, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের সাবেক সেনা সদস্য ডিসিয়ান আজাদকে সম্মাননা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা কলেজের রি-ইউনিয়ন-২০২৫ অনুষ্ঠানে সর্বপ্রথম ডিসিয়ান হিসেবে যুক্তরাজ্য সশস্ত্রবাহিনীতে নিয়োগ প্রাপ্ত সাবেক ব্রিটিশ সেনা, ঢাকা কলেজের প্রাক্তন মেধাবী ছাত্র এম এস আজাদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি অভিজাত রিসোর্টে ঢাকা কলেজের রি-ইউনিয়ন অনুষ্ঠানে এর সম্মাননা স্মারক তুলে দেন ঢাকা কলেজের বর্তমান অধ্যক্ষ এ কে এম ইলিয়াস। মাহমুদ শওকত আজাদ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করায় তার পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন ঢাকা কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মাজহারুল ইসলাম সুমন।

মাহমুদ শওকত আজাদ বর্তমানে যুক্তরাজ্যর ব্রিটিশ সিভিল সার্ভিসে হিস্ মাজেস্টি রেভিনিউ অ্যান্ড কাস্টমস (এইচএমআরসি) এর কাস্টমস অ্যান্ড অ্যাক্সাইজ লিগ্যাল ডিভিশন এ নিয়োগপ্রাপ্ত প্রথম ডিসিয়ান।

উল্লেখ্য আজাদকে সম্প্রতি তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন ‘বিশিষ্ট ব্যক্তিত্ব’ হিসেবে তার নাম প্রশাসনের সরকারি ওয়েবসাইট এ অন্তর্ভুক্ত করেছে।

মুঠোফোন সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানতে চাইলে আজাদ জানান, “ঢাকা কলেজের ছাত্র হিসেবে আমি গর্বিত। এই কলেজ থেকে অনেক কিছু শিখেছি, দেখেছি। ঢাকা কলেজে আমার ভালো অভিজ্ঞতা রয়েছে। ছাত্র জীবনের এই অভিজ্ঞতাই আমাকে সফলতা এনে দিয়েছে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিলো। ঢাকা কলেজের রি-ইউনিয়ন-২০২৫ অনুষ্ঠানে আমাকে সম্মাননা প্রদান করায় আমি গর্বিত এবং আনন্দিত। অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সহপাঠী অগ্রজ অনুজ সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।

অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি রি-ইউনিয়ন পরিচালনা কমিটির আহবায়ক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আহসান এইচ মনসুর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশিষ্ট সাংবাদিক শফিকুর রহমান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *