
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের অপমানের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি, জাতীয় যুবশক্তি ও শ্রমিক উইং এর নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি নেতা একরামুল হক আবির।
তিনি বলেন, “স্বৈরাচারের দোসরদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বাংলার মাটিতে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের কোনো স্থান হবে না। যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের ওপর হামলার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা মো. আরিফ মুন, মো. রেজাউল ইসলাম, মো. নিশাত, মো. তাফসিরসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
গত ২০ সেপ্টেম্বর সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব মো. আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারাকে লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেন।