বৃহস্পতিবার, ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে শাকিব খানের হাত ধরে ঘুরছেন বুবলী, নিরব অপু বিশ্বাস

যায়যায়কাল প্রতিবেদক: নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী—দুজনই এখন নায়ক শাকিব খানের সাবেক স্ত্রী। তবু এই সিঙ্গেল তারকা মায়েদের নিয়ে ভক্তদের কথার যেন শেষ নেই।

এর কারণ, কথা বলার মতো পরিস্থিতি এই দুই নায়িকাই তৈরি করেন। কেউ একজন শাকিবকে নিয়ে কিছু পোস্ট দিলেই পাল্টা পোস্ট দেন আরেকজন। তবে এবার ঘটল ভিন্ন ঘটনা।

পরপর শাকিব খানকে নিয়ে বুবলী দুটি ঘটনার জন্ম দিলেও একেবারেই নীরব ছিলেন অপু বিশ্বাস। নিজের মতো করে থাকার চেষ্টা করলেও এই নায়িকাকে একটি ফেসবুক পোস্ট ঘিরে ভক্তদের খোঁচা সহ্য করতে হচ্ছে।

দুই নায়িকার ভার্চ্যুয়াল যুদ্ধের যেন শেষ নেই। অপু বিশ্বাস ও বুবলী—উভয়েই হুটহাট ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দেন। কখনো অপু বিশ্বাস ইঙ্গিতে শবনম বুবলীকে খোঁচা মারেন।

আবার শবনম বুবলীও কম যান না, তিনিও বিভিন্ন সময় কৌশলে অপু বিশ্বাসকে খোঁচা মারেন। এ নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হতেন।

এসব নিয়ে সম্প্রতি অনেকটাই চুপ রয়েছেন অপু বিশ্বাস। আবার তার উদ্দেশেও শবনম বুবলীকে তেমন কিছু লিখতে দেখা যায় না।

এরই মধ্যে শাকিবকে ঘিরে বুবলী সম্প্রতি দুবার খবরের শিরোনাম হয়েছেন। গত ২৫ জুলাই শাকিব-বুবলী খবরের শিরোনাম হন। একাধিক গণমাধ্যমে খবর হয়, এবার একসঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাবেন শাকিব ও সন্তান শেহজাদ খান বীর। তাদের সঙ্গে থাকবেন বুবলীও।

এ ঘটনা নিয়ে কোনো কথাই বলেননি অপু বিশ্বাস। সেদিন প্রতারিত এক গরু ব্যবসায়ীকে ওমরাহ হজে পাঠানোর খবর ফেসবুকে পোস্ট করেন এই নায়িকা।

রোববার বুবলী পোস্ট করেন বীর, শাকিবসহ একগুচ্ছ ছবি। কোনো ছবিতে এই সাবেক দম্পতি হাত ধরে হেঁটে যাওয়ার ভঙ্গিতে। তাদের হাসিখুশি ছবিটিতে সাড়ে তিন লাখের মতো প্রতিক্রিয়া এসেছে। ৬৮ হাজার মন্তব্য। ৮ হাজারের বেশি দর্শক ছবিটি শেয়ার করেছেন।

রোববার বুবলী ছবিগুলো ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। তখনো চুপ ছিলেন অপু বিশ্বাস।

নীরব অপু সোমবার ফেসবুকে একটি সেলুনের প্রচারণা করেছেন। অপুর এই স্ট্যাটাসে এটাই বোঝা যায়, তিনি হয়তো আর ভার্চ্যুয়াল যুদ্ধে যেতে চান না। নিজের কাজ নিয়েই থাকতে চান। তারপরও এমন স্ট্যাটাসে একাধিক ভক্ত অপু বিশ্বাসকে খোঁচা মেরে মন্তব্য করেছেন।

এদিকে রোববার সন্ধ্যার পর অপু বিশ্বাসের একটি সাক্ষাৎকার এ প্রসঙ্গে কথা বলেন।

বুবলীকে ঘিরে এক প্রশ্ন অপু বিশ্বাস বলেন, ‘যার নাম বললেন তিনি একজন প্রফেশনাল আর্টিস্ট। ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের আরও সম্পর্ক রয়েছে। আমরা সবাই কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। তাই সে হিসেবে বলতে পারেন আমি সবাইকেই সম্মান করি।’

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ