বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

যেসব শিক্ষার্থী পড়ালেখায় ভাল করেছে তাদেরই প্রণোদনা দেয়া হচ্ছে : বেগম মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:জাতীয় সংসদে উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, যেসব শিক্ষার্থী পড়ালেখায় ভাল করেছে তাদেরই প্রণোদনা দেয়া হচ্ছে। মেধাক্রমের মধ্যে যেসব শিক্ষার্থী থাকবে সেই পাবে এসব প্রণোদনা।
বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকায় শেরপুরের নকলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীর মাঝে আর্থিক প্রণোদনা ও থ্রি-পিস বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রণোদনা বিতরণকালে জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো.কামরুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
বেগম মতিয়া চৌধুরী নকলা উপজেলার একটি ইউনিয়ন ও নালিতাবাড়ী উপজেলার পাঁচটি ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদরাসার দ্বিতীয় শ্রেণির মেধাক্রমানুসারে ২০জন শিক্ষার্থীর মাঝে আর্থিক প্রণোদনা ও সকল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ১০জন শিক্ষার্থীর মাঝে থ্রি-পিস বিতরণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে প্রাপ্ত সিনথেটিক শাড়ী/থ্রি-পিস সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ৪জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করেন।
এছাড়াও সকল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি’র টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ মেধাক্রমানুসারে প্রথম ১০জন শিক্ষর্থীর মাঝে আর্থিক প্রণোদনাসহ গরীব ও অসহায়দের মাঝে শাড়ি, ট্রাউজার, টি-শার্ট এবং শার্ট বিতরণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *