শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণীর জন্ম হয় না: বেলায়েত হোসেন ভুলু

মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতি কর্তৃক আয়োজিত সমিতির সাবেক দপ্তর সম্পাদক মরহুম হাফেজ জসিম উদ্দিন’র স্মরণে ও মৃতদের রুহের মাগফেরাত কামনায়, দোয়া মাহফিল শুক্রবার বাদ মাগরিব আগ্রাবাদ এলাকায় হোটেল জামান‘স এ অনুষ্ঠিত হয়।

সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক আবু আহমেদ মিঞা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন ভুলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, উপদেষ্টা পরিষদের সদস্য, আগত আমন্ত্রিত অতিথি ও সমাজসেবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বেলায়েত হোসেন ভুলু বলেন, হাফেজ জসিম ছিলেন আপদ মস্তক একজন জাতীয়তাবাদের অগ্রদূত, তিনি তার জীবদ্দশায় দেশ ও সমাজের জন্য নিরলসভাবে কাজ করেছেন, কর্মজীবনে তিনি ছিলেন, সৎ, আদর্শবান, নিরহংকারী, সদালাপী ও পরোপকারী। ব্যক্তিগত জীবনে তিনি প্রতিষ্ঠিত হতে না পারলেও অসংখ্য মানুষকে সহযোগিতা করেছেন নিঃস্বার্থভাবে।

এ সময় তিনি মরহুম জসিম উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ মরহুম হাফেজ জসিম উদ্দিনের সাংগঠনিক কর্মের ভূয়সী প্রশংসা করেন।

এছাড়াও প্রফেসর মরহুম আবুল কাশেম চৌধুরী, খুরশিদ আলম, শাহজাহান ফিরোজ, ইঞ্জিনিয়ার শাহেদ সহ অসংখ্য সোনাগাজীর কৃতি সন্তানদের নিয়ে বক্তব্য রাখেন সোনাগাজী সমিতি চট্টগ্রাম এর উপদেষ্টা পরিষদের সদস্য সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, আলহাজ্ব খুরশিদ আলম, আলহাজ্ব হোসাইন আহমদ, কার্যকরী পরিষদের সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার তৌহিদ, শেখ সাজ্জাদুল হক, জহিরুল ইসলাম, সাইফুল আলম, সাইফুল ইসলাম, হারুন অর রশিদ, আবদুস সোবহান সুমন, মিজানুর রহমান, শাহদাত হোসেন বাবুল, গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট মনির হোসেন বিপলু, মঈন উদ্দিন হাসান চৌধুরী রাজু প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ