বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

যৌন হয়রানির গুরুতর অভিযোগ: অস্বীকার করলেন অভিযুক্ত মঞ্জু

যায়যায়কাল প্রতিবেদক: বাংলাদেশ নারী জাতীয় ক্রিকটে দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ তুলেছেন জাহানারা আলম।

ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, নিউজিল্যান্ডে ২০২২ বিশ্বকাপ চলার সময় মঞ্জুরুল তাকে অশোভন প্রস্তাব দিয়েছিলেন।

একইসঙ্গে টিম ম্যানেজমেন্ট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আছে নারী দলের সাবেক অধিনায়ক জাহানারার। এসব নিয়ে বিসিবিতে বিস্তারিত জানালেও কখনও কোনো প্রতিকার পাননি বলেও দাবি তার।

তিনি যোগ করেছেন, আরও অনেক নারী ক্রিকেটার নানাভাবে ভুক্তভোগী হলেও বিভিন্ন শঙ্কায় মুখ খোলেন না।

অভিযুক্ত বাংলাদেশ পুরুষ জাতীয় দলের সাবেক পেসার মঞ্জুরুল ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত ১৭টি টেস্ট ও ৩৪টি ওয়ানডে খেলেছেন। এখন তিনি কাজ করছেন চীন নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে।

জাহানারার তোলা অভিযোগ নিয়ে শুক্রবার মুখ খুলেছেন মঞ্জুরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন, আসন্ন যেকোনো তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত এবং সেখানে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন।

মঞ্জুরুল লিখেছেন, ‘বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিক ভাই-বোনেরা থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী সবাই আমার বক্তব্য জানার চেষ্টা করছেন; যোগাযোগ করছেন। এ বিষয়ে আমার নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগের পর বিসিবি জানিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ১৫ কার্যদিবসের মধ্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিবে। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন হয়, আমি সেগুলোর মুখোমুখি হব এবং আমার বক্তব্য তুলে ধরব। এর আগে আমি এ বিষয়ে কথা বলা থেকে বিরত থাকছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত্য সবার সামনে আসবে আশা করছি। সেসময় পর্যন্ত অনুমানবশত কোনো তথ্য প্রকাশ না করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর আমি সবার সঙ্গে কথা বলব।’

জাহানারার যৌন হয়রানির অভিযোগের বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করেছে বিসিবি। ১৫ কার্যদিবসের মধ্যে ওই কমিটি তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ