কৌশিক চৌধুরী, হিলি: হিলি স্থলবন্দরে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমদানি, সরবরাহ ও প্রতিযোগিতা বিরোধী কর্মকান্ডে পর্যবেক্ষণ ও বন্দরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন প্রতিযোগিতা কমিশনের উপপরিচালক দীনেশ সরকার।
বুধবার হিলি পানামা পোর্টের সম্মেলন কক্ষে বন্দরের ব্যবসায়ীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রমজান মাসে পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা বিষয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুজন মিয়া, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক প্রæপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম মন্ডল, ব্যবসায়ী হযরত আলী, ব্যবসায়ী ওহেদুর রহমান রিপনসহ আরো অনেকে।