এম কামাল উদ্দিন, রাউজান: চট্টগ্রামের রাউজানে একদল দুর্বৃত্তের পিটুনিতেতে মৃত্যু হয়েছে এক শ্রমিকলীগ নেতার।
বুধবার দুপুরের এই ঘটনাটি ঘটেছে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের রহমত পাড়ায়। নিহত শ্রমিকলীগ নেতা আবদুল মান্নান (৩৪)।
তিনি রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া শাখার শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বলে জানা যায়। মান্নান বেতবুনিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার কবির মিস্ত্রীর ছেলে। তিনি শ্রমিকলীগ রাজনীতির পাশাপাশি ওই এলাকায় ইট ও কংক্রিটের ব্যবসা করতেন।
স্থানীয় জনসাধারণ জানায়, অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত বুধবার দুপুরের দিকে মান্নানকে ধাওয়া করে রহমত পাড়ার দিকে নিয়ে আসে। তিনি জীবন বাঁচাতে দৌঁড়ে পালানোর চেষ্টা করছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে ধরে মারধর করে মুমূর্ষ অবস্থায় ফেলে যায়। এই ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মান্নানের স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাউজান গহিরা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মান্নান ।
অপর একটি সূত্রে জানা যায়, মান্নান গতকাল মঙ্গলবার তার ফেইসবুকে একটি পোস্ট দিয়েছিল। সেখানে তিনি লিখেছিলেন ‘আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যাবে না। কারণ ক্ষত শুকিয়ে গেলেও দাগ কিন্তু মুছে যায় না।’
জানা যায়, নিহত মান্নানের দুই সংসারের দুই ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। বিষয়টি জানতে থানায় বারবার ফোন ও ক্ষুদে বার্তা পাঠানো হলেও কেউ সাড়া দেয়নি।