শুক্রবার, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানী মিরপুরে ইফতার পার্টির পরিবর্তে অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন শেখ নাঈম

নিজস্ব প্রতিবেদক:বৃহস্পতিবার(৩০শে মার্চ)রাজধানীর মিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ইফতার পার্টির পরিবর্তে গরীব অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতৃবন্দ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি কাজী জহিরুল ইসলাম মানিক এর আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ।

 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইলিয়াস মোল্লা এমপি, বিশেষ অতিথি ছিলেন আব্দুল হালিম মজুমদার সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ। যুবলীগের এই আয়োজন থেকে ২০০০ দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন, ‘আমাদের মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সবসময়ই দেশের সবার কথা ভাবেন। তারই ধারাবাহিকতায় এই ঈদের আনন্দ থেকে যাতে নিম্ন আয়ের মানুষ বঞ্চিত না হন সেজন্যই আমাদের যুবলীগ সহ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ইফতার পার্টি করে টাকা খরচ না করে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করে দিতে।আশা করি দেশ ব্যাপী সবাই ঈদ আসার আগে আরও ব্যাপক পরিসরে মাননীয় প্রধানমন্ত্রী এই বিশেষ কর্মসূচী পালন করার আহবান করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ