রবিবার, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

পাভেল ইসলাম মিমুল, উত্তরবঙ্গ: মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বৈষম্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের প্রতিবাদ জানিয়ে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এতে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ হয়।

বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় এ আন্দোলন হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি কর্ম কমিশন (পিএসসি), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)সহ উপদেষ্টা নিয়োগে সর্বক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কেই প্রাধ্যান্য দেওয়া হচ্ছে। যা বৈষম্যবিরোধী জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন বৈষম্য।

এর আগে, ৪ মার্চ রাতে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ও জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা সকল প্রতিষ্ঠানকে সমান অধিকার ও মর্যাদার দাবি জানানো হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৫ মার্চ পূর্ব ঘোষণা অনুসারে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্যাম্পাসের স্টেশন বাজার এলাকায় রেল অবরোধ করে আন্দোলন করেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, ফাহিম রেজা ও মেহেদী সজিবসহ বিক্ষুব্ধ ৩০-৪০ জন শিক্ষার্থী। তবে জনভোগান্তি সৃষ্টি করে এমন আন্দোলনের সমালোচনা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক নওশাদ জামানসহ অনেক শিক্ষার্থী।

অবরোধ চলাকালে সালাউদ্দিন আম্মার, পেতে চাইলে মুক্তি, ছাড় ঢাবি ভক্তি, সিন্ডিকেট নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক, ঢাবিজম নিপাত যাক, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত’ স্লোগান দেন।

অবরোধ শেষে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজিব তিন দফা দাবি পেশ করে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ৭ কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার স্টেকদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সংস্কার কমিশন, পিএসসি, ইউজিসিসহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থা পুন:র্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে ও বিকেন্দ্রীকরণ বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করতে হবে।

এ ব্যাপারে রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহিদুল আলম জানান, সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলায় এই রুটে ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

bnen