শনিবার, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ইসরাইলি পণ্য বয়কটের ডাক

রাজশাহী ব্যুরো: ফিলিস্তিনে দখলদার ইসরাইলের গণহত্যার প্রতিবাদে এবার রাজশাহীর রাজপথে নেমেছেন মেডিকেল ও নার্সিংয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেন। কর্মসূচি থেকে তারা ইসরাইলি সকল পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন।
রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে এবং ইসলামী ব্যাংক নার্সিং কলেজের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্বব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠান দুটি এ কর্মসূচি আয়োজন করে। এতে কলেজ দুটির শিক্ষক, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারি, চিকিৎসক এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা বলেন, ফিলিস্তিনে গণহত্যা মানবতাবিরোধী অপরাধ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে আর কখনো ইসরাইলি পণ্য ব্যবহার করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। কর্মসূচি থেকে ইসরাইলের সকল পণ্য বয়কট করা হলো। এ সময় দেশীয় পণ্য ব্যবহারের প্রতি উদ্বুদ্ধ করেন তারা।
এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতা ও গনহত্যার প্রতিবাদে সারা দেশের মতো রাজশাহীতে- ও বিভিন্ন সংগঠন প্রতিবাদ ও বিক্ষভ কর্মসূচী পালন করেছে।
মৃত শিশুর লাশ কোলে নিয়ে কখনো আর্তনাদ আবার কখনো শোকে স্তব্ধ ফিলিস্তিনি এক পিতা। আর তার গলায় বিশ্বমোড়লদের বাঁধা শেকল আর উপহাস। তার পাশেই আনেকটা তোসামোদি রূপে দাড়ি মুসলিম নেতৃত্ব। এমন দৃশ্যের আবতারনা করে ফিলিস্তিন পরিস্থিতি তুলে ধরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাতে বেলা ১১ টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো প্যরিসরোড যেন একখন্ড ফিলিস্তিন হিসেবে ফুটে উঠলো। আর এ অবস্থায় ইজরাইলের এমন বর্বর হত্যাকান্ডের বিচার, প্রতিবাদ আর বয়কটে ফেটে পড়লো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা।
ঘন্টা ব্যাপী চলা এ মানববন্ধন থেকে বিশ্ব মুসলিম নেতাদের একত্রিত হয়ে ফিলিস্তিনের পাশে দাড়ানোর আহ্বান জানান তারা। পাশাপাশি ইজরাইলের সকল পণ্য বয়কটের আহ্বান আসে এই বিক্ষোভ সমাবেশ থেকে। একই সাথে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক ও রাজনৈতিক সংগঠন গুলো এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে।
এদিকে সকাল সাড়ে ১০টা থেকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা একই কর্মসূচি পালন করেছে ক্যাম্পসের গোল চত্বরে।
এছাড়াও রাজশাহীর প্রায় ১০টি স্থানে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান একই কর্মসূচি পালন করছে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

bnen