
রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় শিক্ষার্থীর।
শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বালাদিয়াড় এলাকায় তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। ওই ছাত্রলীগ নেতার নাম তন্ময় আহমেদ জয়। বালাদিয়াড় এলাকার জিল্লুর রহমানের ছেলে। সে রাজশাহী জেলা ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা জয় গত পাঁচ আগষ্টের পর থেকে ফেসবুকে নানা রকম উস্কানীমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন। সর্বশেষ শুক্রবার সে ফেসবুকে শেখ হাসিনার ছবি শেয়ার করে “My leader, my valentine” লিখে প্রকাশ করলে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী হা হা রিয়েক্ট দিলে সে কমেন্টে সবাইকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর শনিবার দুপুর আড়াইটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শিক্ষার্থী ও স্থানীয়রা গিয়ে তার বাড়ি ঘেরাও করে পুলিশে খবর দেয়৷ এ সময় মুঠোফোন চেক করেন তাঁরা। জয়কে আওয়ামীলীগের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে দেখেন তাঁরা। এছাড়াও বাড়ি তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার যুগ্ম আহবায়ক ফা-আরদ্বীন রহমান বলেন, গত জুলাই মাসে আন্দোলন চলাকালীন সময় ছাত্রলীগ নেতা জয় পুলিশকে সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের ধরিয়ে দিয়েছিল। পাঁচ আগষ্টের পর থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সে নানা রকম উস্কানীমূলক পোস্ট দেওয়া অব্যাহত রেখেছে। সর্বশেষ গতকাল সে কয়েকজন শিক্ষার্থীকে হুমকি দিয়েছে। এজন্য শিক্ষার্থী ও স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে তাকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, শিক্ষার্থীরা আটক করে এক ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছে দিয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।