
পাভেল ইসলাম মিমুল, উত্তরবঙ্গ: রাজশাহীর চারঘাটে মাদক কারবার নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে লালন আলী (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
শনিবার ভোর ৪ টার দিকে উপজেলার চক মুক্তারপুর কুবাজের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত লালন ওই গ্রামের লাবান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে লালন আলীর সঙ্গে একই এলাকার ইয়াসীন আলীর ছেলে উজ্জ্বল আলী (৩৫),আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ আলী (৩০) এবং আক্কাস আলীর ছেলে দুলাল আলী (৩৪)-এর মধ্যে মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে পদ্মা নদীর চর এলাকা থেকে প্রায় ৩০০ বোতল ফেনসিডিল হারিয়ে গেলে প্রতিপক্ষরা এর জন্য লালনকে দায়ী করে।
শুক্রবার গভীর রাতে উভয় পক্ষ চক মুক্তারপুর কুবাজের মোড়ে অবস্থান নেয়। একপর্যায়ে মাদক ব্যবসা নিয়ে তর্কবিতর্কের সময় উজ্জ্বল,সোহাগ ও দুলালসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে লালনের ওপর হামলা চালায়।গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,প্রাথমিকভাবে জানা গেছে,নিহত ও অভিযুক্ত উভয় পক্ষই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।