
আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধি : ২০ অক্টোবর রাত্রী-৯.১৫ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজার নামক এলাকায় অপারেশন পরিচালনা করে গাঁজা-১৬ কেজি, পিকআপ-১টি, মোবাইল-১টি, সীম-২টি, মেমোরিকার্ড-১টি, গাড়ীর কাগজ-১ সেট উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ হায়দার আলী (৪০), পিতা-মোঃ কুদ্দুস আলী, সাং-মাসকাটাদিঘী, পোঃ শ্যামপুর-৬২১২, থানা-কাটাখালী, রাজশাহী মহানগর’কে গ্রেফতার করে।
ঘটনার বিবরণে প্রকাশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজাসহ ০১টি পিকআপ যোগে নাটোর হতে রাজশাহী জেলার এলাকার দিকে আসছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজারস্থ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন রাজশাহী টু নাটোরগামী হাইওয়ে রাস্তার উপর ইং ২০/১০/২০২৩ তারিখ রাত্রী ২১.১৫ ঘটিকায় পৌছে র্যাবের টিম চেকপোষ্ট পরিচালনা আরম্ভ করে। চেকপোষ্ট করাকালীন নাটোর টু রাজশাহী অভিমুখে হলুদ রংয়ের ০১টি খালি পিকআপ আসলে সিগন্যাল দিয়ে গতিরোধ করে পাঁকা রাস্তার পার্শ্বে দাঁড় করানো মাত্রই পিকআপের
দরজা খুলে ১ জন ব্যক্তি (ড্রাইভারের আসনে থাকা) পালানোর চেষ্টাকালে র্যাবের টিম তাকে ঘটনাস্থলেই পিকআপের
ভিতরেই আটক করে।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত মাদকদ্রব্য গাঁজা পিকআপের ইঞ্জিনের নীচে বড়িতে বিশেষ কায়দায়
লোহার তৈরী বক্সে ভরিয়ে অভিনব কায়দায় কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে সংগ্রহ
করে গাঁজাসহ রাজশাহী এলাকার দিকে নিয়ে আসছিল এবং ইতিপূর্বে অনেকবার বিভিন্ন অভিনব কায়দায় অবৈধ মাদকদ্রব্য
পরিবহণ করেছিল। তার মামলার পিসিপিআর সার্চ করে জানা যায় পূর্বে আরো ৪টি মাদকের মামলা ছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে ।