রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজশাহীর গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

আরিফ হোসেন, রাজশাহী : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার।

মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক আফিয়া আক্তার বলেন, গণমাধ্যমকর্মীরা জাতির বিবেক ও চোখ। এই চোখ যেন এক পক্ষে কাজ না করে। এই জেলার বিভিন্ন দফতরের অনিয়মগুলো খুঁজে বের করে তা সংস্কারের চেষ্টা এবং দ্রুত সমাধানের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের যে আত্মত্যাগ তা জাতি স্মরণ করবে। নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য সবাইকে সচেতন হতে হবে । আমাদের অনেক সমস্যা রয়েছে সমস্যাকে সকলের সমন্বয় প্রচেষ্টায় সমাধান করা সম্ভব। তথ্য উপাত্ত দিয়ে সাংবাদিক সমাজ জেলা প্রশাসনকে সহযোগিতা করবে এবং জেলা প্রশাসক ও সাংবাদিকদের বিভিন্ন তথ্য ও উপাত্ত সাদরে গ্রহণ করবে বলেও আশ্বস্ত করেন।

রাজশাহী জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আফিয়া আখতার। রোববার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহীর (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক সরকার অসীম কুমারের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

মতবিনিময় সভায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন জাতীয়, স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন পত্রিকায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ