
স্টাফ রিপোর্টার, রাজশাহী: গত ৫ আগস্ট রাজশাহীর গোদাগাড়ী ডাইংপাড়া এলাকায় বিএনপি দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার এক মামলায় মোঃ টিয়া নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। টিয়া গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের আব্দুল গুনির ছেলে ও ৩নং ওয়ার্ড যুবলীগের নেতা।
গোদাগাড়ী থানার (ওসি) তদন্ত মোয়াজ্জেম হোসেন টিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে যুবলীগ নেতা টিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে”