স্টাফ রিপোর্টার, রাজশাহী : রাজশাহী বাঘায় আটঘরিয়া এলাকায় আজ বেলা ১১টায় এক ট্রাফিক সার্জেন্টের ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেওয়া হয় | সারা দেশব্যপী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে রাজশাহীর বাঘায় ট্রাফিক সার্জেন্টের ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার আটঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনাটি ঘটার আগে আরেকটি পৃথক হামলা হয়েছে, বাঘা উপজেলার চকছাতারী এলাকায় ফজরের নামাজ শেষে কয়েকজন জামাত কর্মী বাঘা থেকে রাজশাহী গ্রামী একটি চলন্ত ট্রাকে ইট-পাটকেল ছুড়ে ট্রাকের গ্লাস ভাংচুর করে এমন তথ্য পাওয়া গেছে। এ সময় ট্রাক ড্রাইভার গাড়িটি না থামিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। অত:পর জামাত কর্মীরা কাটের গুল দিয়ে রাস্তা অবরোধ করেন। পরে খবর পেয়ে পুলিশ সে গুলো সরিয়ে দেয়।
হামলার শিকার, ট্রাফিক সার্জেন্টের নাম শহিদুজ্জামান। তিনি রাজশাহী মহানগরে পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। তিনি বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রেষণে রয়েছেন। তাঁর বাড়ি চারঘাট উপজেলার সরদহ কুটিপাড়া এলাকায়।
পুলিশ জানিয়েছে, ট্রাফিক সার্জেন্ট শহিদুজ্জামান নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে তাঁর স্ত্রীর বোনকে বাঘায় রাখতে যাচ্ছিলেন। তিনি যখন বাঘা উপজেলার আটঘরিয়া মোড়ে পৌঁছান, তখন একদল পিকেটার লাঠিসোঁটা নিয়ে তাঁর গাড়ির গতি রোধ করে। তিনি গাড়ি থামালে তারা লাঠি নিয়ে গাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় তারা আত্মরক্ষার্থে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা জানান,আমরা সংবাদ পাওয়া মাত্র ফায়ার সার্ভিসকে খবর দিয়ে ঘটনাস্থলে যায়। প্রতিবেশী লোকজন জানিয়েছেন, তারা গাড়ির সিলিন্ডার বাস্ট হওয়ার বিকট শব্দ পেয়ে ঘটনা অবগত হয়েছেন। ঘটনা তদন্তের পর বলা যাবে—কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রাজশাহী বিভাগ এর সর্বশেষ সংবাদ
রাজশাহীর বাঘায় ট্রাফিক সার্জেন্ট এর ব্যক্তিগত গাড়িতে অগ্নি সংযোগ ও ট্রাক ভাংচুর
- যায়যায়কাল
- অক্টোবর ২৯, ২০২৩
- ৭:৩৫ অপরাহ্ণ
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram