
রাজশাহী ব্যুরো: রাজশাহী চিড়িয়াখানায় পশুপাখি ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার সকালে চিড়িয়াখানা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের শিশু-কিশোর, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা।
এতে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান বাঁধন, জেলা যুবদলের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ভুঁইয়া সহ শিশু-কিশোর, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “চিড়িয়াখানাকে প্রাণবন্ত করতে হলে পশুপাখি ফিরিয়ে আনতেই হবে। আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
দর্শনার্থী শিশুরা আক্ষেপ করে বলে, “এখানে আমাদের জন্য বিনোদনের কিছুই নেই। নেই পশুপাখি, বাঘ-ভাল্লুক। খালি খাঁচা দেখে মন খারাপ হয়ে যায়।”
এ সময় সচেতন নাগরিকরা বলেন, “একটি চিড়িয়াখানার মূল আকর্ষণই হলো পশুপাখি। রাজশাহী চিড়িয়াখানাটি দীর্ঘদিন ধরে প্রায় শূন্য অবস্থায় পড়ে আছে, যা শুধু শিশুদের নয়, পুরো পরিবারের জন্যই হতাশাজনক।” মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।