
শাহ্ সোহানুর রহমান, রাজশাহী ব্যুরো: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে এবং সাধারণ ভোটারদের বিভ্রান্ত করতে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জামায়াতের প্রার্থীতা প্রত্যাহার ও বিএনপিকে সমর্থনের একটি ভুয়া পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় নির্বাচনী এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি “মো. হায়দার আলী” নামে এক ফেসবুক আইডি থেকে ৯৭ জনের বেশি ব্যক্তিকে ট্যাগ করে একটি পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়, রাজশাহী-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং ধানের শীষের বিজয় সুনিশ্চিত।
ভাইরাল হওয়া এই পোস্টটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জামায়াত মনোনীত (সাবেক) প্রার্থী নুরুজ্জামান লিটন।
তিনি বলেন, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী-৫ আসনে ব্যক্তিগতভাবে নয়, বরং দলীয় সিদ্ধান্তে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। লিটন আরও বলেন, ”সামাজিক যোগাযোগ মাধ্যমের এই তথ্যটি উদ্দেশ্যপ্রণোদিত। আমি সংগঠনের পূর্ণ আনুগত্য ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করছি। আমাদের নতুন প্রার্থীর পক্ষে সকলকে কাজ করার আহ্বান জানাই।”
জামায়াত সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, নুরুজ্জামান লিটনের পরিবর্তে এই আসনে নতুন প্রার্থী হিসেবে পুঠিয়া উপজেলা জামায়াতের আমির মনজুর রহমানকে মনোনীত করা হয়েছে।
পোস্টকারী হায়দার আলী নিজেকে বিএনপির কর্মী এবং বর্তমানে ধোপাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে পরিচয় দেন।
অপপ্রচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি এই তথ্য ‘রাজশাহী খবর নিউজ’ নামক একটি পেজে পেয়েছি। সেখান থেকে স্ক্রিনশট নিয়ে পোস্ট করেছি।” তবে উক্ত পেজটি কোনো স্বীকৃত সংবাদ মাধ্যম নয় বলে জানা গেছে।
এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, “আমি বিষয়টি জানার পর হায়দারকে জিজ্ঞাসাবাদ করেছি। সে জানিয়েছে কোথাও থেকে তথ্যটি পেয়েছে। আমি তাকে বলার সাথে সাথে সে পোস্টটি ডিলিট করে দিয়েছে।” এ ধরনের অপপ্রচার তিনি সমর্থন করেন না জানিয়ে বলেন, দলীয় ব্যবস্থার বিষয়টি দলের সিদ্ধান্ত অনুযায়ী হবে।
তবে বর্তমান জামায়াতের প্রার্থী মনজুর রহমান বলেন, অপপ্রচারের বিষয়টি আমাদের নজরে এসেছে৷ আমরা আলোচনা সাপেক্ষে অভিযোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাবো৷
নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, জামায়াত ও বিএনপির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতেই এই ধরনের অপপ্রচার চালানো হয়েছে। জামায়াত স্পষ্ট করেছে যে, তারা প্রার্থিতা প্রত্যাহার নয় বরং প্রার্থী পরিবর্তন করেছে এবং বর্তমানে মনজুর রহমানই তাদের মনোনীত প্রার্থী।
পুঠিয়া নির্বাচন অফিসের ওয়েবসাইটে থাকা ফোন নম্বরটি (01550042573) বন্ধ এবং উপজেলা নির্বাহী অফিসারের নাম্বরে ( 01786-708444) কল রিসিভ না করায় এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।











