শাহদাৎ হোসেন লাল, স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিস্তা নদীর বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ (চাল, ডাল, সয়াবিন, তেল) সামগ্রী বিতরণ করেন বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো: আব্দুল খালেক।
মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াশম ঈদগাহ মাঠে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাংবাদিক হাসিবুল ইসলাম হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম সৈকত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহেদ রানা, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক বিপুল আহমেদ, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম দুলালসহ আরও অনেকে।