রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজিবপুরে লাইট হাউজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চর রাজিবপুরে দুর্যোগকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার লাইট হাউজের উদ্যোগে ইনক্লুসিভ ডিজাস্টার রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন, আর্টিকেল’ ১৯ ও ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন ৩৫ জন নারী ও কিশোরী।

প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চর রাজিবপুর উপজেলার তিনটি ইউনিয়নেই প্রতিবছর বন্যার কবলে পড়ে। যার কারণে নদী গর্ভে বিলীন হয়ে যায় হাজার হাজার ঘরবাড়ি। আর অধিকাংশ মানুষ আশ্রয় নেন আশ্রয় কেন্দ্রে। তাই সময় উপযোগী একটি প্রশিক্ষণের আয়োজন করেছে লাইট হাউজ। যা খুবই গুরুত্বপূর্ণ। তিনি সকল প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো, সেগুলো নিজেদের পরিবার ও নিজ এলাকায় প্রচার করতে হবে।

এ সময় বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. হাসিবুর রহমান। তিনি বলেন, দুর্যোগকালীন সময়ে নারী ও কিশোরীদের মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা দিলে, হতাশাগ্রস্ত না হয়ে স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন লাইট হাউজের উপপরিচালক সাদিক আল হায়াত, প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী জিতেন চন্দ্র দাস।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *