সোমবার, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাবার বুলেটের আঘাতে জীবন সংকটে ছাত্র নিরবের

মাইদুল ইসলাম, রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘা‌তে রংপুর মেডিকেল হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নিরব মিয়া ( ১৫ )।

নিরব বাগুড়িয়া উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীতে অধ্যায়নরত। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কিশামত ফলিয়া গ্রামের ফজলু মিয়ার ছেলে ।

জানা যায়, গত ৪ আগস্ট গাইবান্ধা ডিসি অফিসের সাম‌নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফা দাবিতে ছাত্ররা অবস্থান করে মিছিল দিতে থাকে। সেময় আনুমা‌নিক দুপুর ২ টার সময় পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য অতর্কিতভাবে লাঠিচার্জ, রাবার বুলেট নি‌ক্ষেপ করে। রাবার বুলেটের আঘাতে প্রায় শতা‌ধিক ছাত্র আহত হয়। সে‌দিন নিরব মিয়াকে গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীরা উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে রংপুর মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে। সেখানে বর্তমা‌নে চি‌কিৎসারত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নিরব।

তার বাবা মো. ফজলু মিয়া পেশায় একজন কৃষক। টাকার অভা‌বে আহত নিরব উন্নত চিকিৎসা পাচ্ছে না বলে জানিয়েছেন নীরবের বাবা।

তিনি জানান, ব্যয়বহুল এই চিকিৎসা অসচ্ছল অভাব অনটনের সংসার থেকে বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।আন্দোলনে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ অনেকের খোঁজখবর নিলেও এখন পর্যন্ত নিরবের খোঁজ খবর কেউ নি‌তে আসে নাই। ছাত্র সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু অর্থ দিয়ে সহযোগিতা করা হয়েছে। দুই ভাই বোনের মধ্যে একমাত্র ছেলে নিরবের এই অবস্থায় কথা বল‌তেই কান্নায় ভেঙ্গে পড়ে নীরবের বাবা।

তিনি দেশের সরকার এবং ছাত্র আন্দোলনের সমন্বয়দের কাছে তার ছেলেটিকে উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে সহযোগিতা করার আকুল আবেদন জানান। চিকিৎসা সহযোগিতা পাঠানোর জন্য নিরবের একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে 01892512087( নিরব )।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ