মোস্তাফিজুর রহমান মিন্টু, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. শেখ কবির উদ্দিন হায়দার এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক মুহাম্মাদ শরীফুল ইসলাম।
বিভাগের দায়িত্বে থাকা অধ্যাপক ড. কে এম রবীউল করিমের ব্লাড ক্যান্সার জনিত কারণে মৃত্যু হওয়ায় রোববার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. আব্দুস সালাম সাক্ষরিত এক আদেশে অধ্যাপক শেখ কবির উদ্দিন হায়দারকে বিভাগ সভাপতির দায়িত্ব দেওয়া হয়। আদেশ অনুযায়ী পরবর্তী তিন বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।
এর আগে অধ্যাপক ড. শেখ কবির উদ্দিন হায়দার সমাজকর্ম সমিতির কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করায় বিভাগের নিয়মানুযায়ী নতুন কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মুহাম্মাদ শরীফুল ইসলাম তার স্থলাভিষিক্ত হন।
নবনিযুক্ত সভাপতি ও কোষাধ্যক্ষকে বুধবার (২৯ সেপ্টেম্বর) বিভাগ সভাপতির কার্যালয়ে শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।