রুহুল আমিন বাবু, বাগেরহাট : বাগেরহাটের রামপাল থানা পুলিশের অভিযানে ৪৮০ কেজি চোরাই তামার তারসহ ৪ চোরা কারবারিকে আটক করেছে। গ্রেফতারকৃত চোরা কারবারিদেরকে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার ভট্র কনকপুর গ্রামের মৃত আবুসাঈদ খানের ছেলে মো: জব্বার খাঁন(৪০), ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মিঠু শেখ (৩৫), উপজেলার বর্ণি (উত্তর পাড়া) গ্রামের মৃত কেরামত আলীর ছেলে রাজু শেখ (৪০) ও ফকিরহাট উপজেলার ভবনা গ্রামের আ: রশিদ শেখের ছেলে আব্দুর রহমান শেখ(৩০) ।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রামপাল থানার এসআই দুলাল চন্দ্র কর্মকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গৌরম্ভা এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে যায়। এ সময় রামপাল উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের সোহানুর রহমান গাজীর বাড়ির সামনে কালভার্টের উপর থেকে বিভিন্ন রংয়ের কভার যুক্ত ৪৮০ কেজি তামার তারসহ ৪ জনকে হাতেনাতে আটক করে। এ সময় চোরাই মালামাল বহনের কাজে ব্যবহৃত ২টি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়।
আটককৃত তামার তারের আনুমানিক মূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস সাংবাদিকদের বলেন, চোরাইকৃত ৪৮০ কেজি তামার তারসহ ৪ জন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু করে আটকদেরকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।