
বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমোদনহীন অবৈধ ১টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। অপর এক ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অদিপ্তরের যৌথ উদ্যোগে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: খাদিজা খাতুনের নেতৃত্বে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান করা হয়।
এসময় উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামে অবস্থিত মামা ভাগ্নে ব্রিকসে চিমনী সম্পূর্ন ভেঙ্গে দেয়া হয়। এরপর একই ইউনিয়নের খামারগাতী গ্রামের মেসার্স প্রত্যয় ব্রিকস ইটভাটায় ৩ লাখ টাকা জরিমান আদায় করা হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ-এর পরিদর্শক শাহিন আলম প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. খাদিজা খাতুন বলেন, “পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানিয়েছেন, “পরিবেশ দূষণ রোধ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং পরিবেশবান্ধব ইটভাটা স্থাপনের আহ্বান জানিয়েছেন।