
বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী ইয়ামিনের পাশে দাঁড়ালেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. বাদশা ফাহাদ আব্বাসী।
আহত ইয়ামিন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের কর্মী ও কোদলা দিগর এলাকার বাসিন্দা।
সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। তবে আর্থিক অস্বচ্ছলতার কারণে তিনি চিকিৎসা নিতে পারছিলেন না এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধায় ওই স্বেচ্ছাসেবক দলের কর্মীর খোজ খবর নিতে তার বাড়িতে চলে আসেন মো. বাদশা ফাহাদ আব্বাসী।
তিনি আহত ইয়ামিনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এটি শুধু একটি সহানুভূতির কাজ নয়, বরং রাজনৈতিক ও মানবিক দায়িত্বের একটি চিত্র হিসেবেও দেখা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো. রুবেল হোসেন সরকার, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম শাহাদাৎ ইসলাম, চান্দাইকোনা কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফাহিম মুনতাসীর, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন সরকার প্রমুখ।
মো. বাদশা ফাহাদ আব্বাসী এ প্রতিবেদককে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন, তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য কর। ইয়ামিন একজন মানুষ হিসেবে অসুস্থ থাকায় আমি তাকে দেখতে এসেছি।
আপনারা জানেন, আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশের বাহিরে থেকেই ১৬ বছর ধরে অসুস্থ ও অসহায় নেতাকর্মীর খোঁজ খবর নেওয়াসহ বিভিন্নভাবে সহায়তা করছেন । পাশাপাশি বিএনপির জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও দলের নেতাকর্মী ও সমর্থকদের দূর্দিনে পাশে থেকে সাহস জুগিয়েছেন। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ । আর সেই আদর্শকে ধারণ করেই আমি আমার সামর্থ অনুযায়ী অসুস্থ নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করে চলেছি।