মঙ্গলবার, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে উলামা পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে উলামা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সারে পাঁচটার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে শালিয়াগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে দেশবিরোধী, গণবিরোধী, অবৈধ, জালেম সরকার কর্তৃক বিগত ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে, ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনে, সর্বশেষ জুলাই-আগস্ট এক মাসব্যাপী ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যায় নিহত উলামা-তলাবাসহ বিগত ১৬ বছরে সকল শহীদদের মাগফেরাত কামনা ও খুন, গুম, সীমাহীন দুর্নীতি, লুটপাট, ইসলাম বিরোধী কর্মকাণ্ড, হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, হেনস্তা ও হয়রানির বিচারের দাবিতে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাওলানা মো. নাসির উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মতিন সিরাজী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস, কারবালা ও চকসূত্রাপুর মাদ্রাসা আল্লামা ফজলুল করিম রাজু(দা: বা:)।

এ সময় অন্যান্যের মধ্যে মুফতি মাছুম বিল্লাহ হামিদী, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আতিকুর রহমান, প্রভাষক এম আব্দুল্লাহ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আত্মত্যাগকারীদের শহীদ হওয়া ও আহত হওয়া সব শিক্ষার্থীদের কথা তুলে ধরে বক্তারা বলেন, সবার জন্য সমান সুযোগ ও বৈষম্যহীন এক নতুন সম্ভাবনার রাষ্ট্র নির্মাণ করতে গিয়ে আন্দোলনে অংশ নিয়ে যারা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ