বুধবার, ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে একাধিক তদন্তের পরও বন্ধ হচ্ছে না পরিবেশ নষ্টকারী রাইস মিল

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযুক্ত অটো রাইস মিলের বিরুদ্ধে একাধিক তদন্তের পরও মিলছে না প্রতিকার। ফলে অভিযোগ করে বিপাকে পড়েছেন বাদী।

অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার চান্দাইকোনা মৌজায় তিন ফসলী জমিতে গড়ে উঠে স্থানীয় কতিপয় প্রভাবশালীদের বিসমিল্লাহ অটো রাইস মিল। এর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পর রাতারাতি নাম পরিবর্তন করে রাখা হয় রিয়া অটো রাইস মিল।

একই এলাকার ভুক্তভোগী কৃষক ও সচেতন মহলের পক্ষে সংশ্লিষ্ট দপ্তর সমূহে মিলটির বিরুদ্ধে বিষাক্ত পানি, বর্জ্য, ছাই ও কালো ধোয়ায় ফসল ও পরিবেশ নষ্টের হাত থেকে রক্ষার দাবিতে অভিযোগ পত্র দাখিল করেন এস এম সোহাগ।

অভিযোগ কারী এস এম সোহাগ জানান, আমি চান্দাইকোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহ সভাপতির দায়িত্ব পালন করেছি। বিদ্যালয়টির অদূরে ও আমার নিজ জমির সিমানা ঘেঁষে অবৈধভাবে ওই রাইস মিলটি গড়ে উঠেছে বলে জানান।

অভিযোগের পর গত ২০২৩ সালের ৮ জানুয়ারি তৎকালীন ইউএনও তৃপ্তি কণা মন্ডল তদন্ত করেন। এর পর গত ২০২৪ সালের ২০ নভেম্বর বর্তমান ইউএনও মো. হুমায়ুন কবির পূণরায় তদন্ত করেন। এছাড়াও পরিবেশ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন জমা দেন। জেলার সহকারী কমিশনার মো. ফজলে রাব্বী চলতি বছরের ৫ এপ্রিল উপজেলা প্রশাসনকে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপরেও কোন ব্যবস্থা না নিয়েই আবারো আগামী ২৮ মে পুণরায় তদন্তের তারিখ নির্ধারণ করায় বাদী উষ্মা প্রকাশ করেন।

পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক আহসান হাবীব জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নথিটি ঢাকায় মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এ পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ