
বিশেষ সংবাদদাতা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে এক গৃহবধু কীটনাশক পানে ‘আত্মহত্যা’ করেছেন। সোমবার নিহতের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধু আকলিমা খাতুন (২৭)।
তিনি উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামের বাসিন্দা এরশাদ আলীর স্ত্রী।
পরিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার গৃহবধু আকলিমা খাতুন পরিবারের অগোচরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন স্থানীয় নিমগাছী বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে, পল্লী চিকিৎসক আকলিমা খাতুনকে ওয়াস করার পর সে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আসলে চিকিৎসক তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে অবস্থান করার হঠাৎ ৩ দিন পর রোববার রাত থেকে পাতলা পায়খানা ও বমি করতে থাকে। এ অবস্থায় স্বামী এরশাদ আলী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার মুহূর্তেই সোমবার ভোর ৬টার দিকে আকলিমা খাতুন মারা যায়। তবে নিহতের বাবার বাড়ির লোকজনের দাবি পারিবারিক কলহের কারণেই কীটনাশক পানে মারা যায় এই গৃহবধূ।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, আকলিমা খাতুন কীটনাশক পান করে আত্মহত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।