শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে গরুচোর সন্দেহে ২ জনকে গণধোলাই, পুলিশে সোপর্দ

কাজল দাস, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে গরুচোর সন্দেহে জনতা দুই জনকে আটক করেছে। গরু চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকারও হয়েছেন ওই দুই চোর।

বৃহস্পবিার ভোর ৪টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়া বেনীমাধব এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, দাথিয়া বেনী মাধম গ্রামের শাহিন মন্ডলের বাড়ি থেকে গরুচোর চক্রের সদস্যরা গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গৃহকর্তার ঘুম ভেঙে যায়। তিনি গোয়ালঘরে গিয়ে দেখেন সেখানে তার গরুগুলো নেই। তিনি গরু খোঁজাখুঁজি এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের বাড়ির লোকজন লাঠিসোটা নিয়ে বেরিয়ে গরু খুঁজতে থাকেন। বাড়ি থেকে সামান্য দূরে ধানক্ষেতে দুই যুবককে দেখতে পেয়ে এলাকাবাসী তাদের ধরে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও পরে গণধোলাই দিলে স্বীকার করে। গণধোলাইয়ের পর এলাকাবাসী সকালে রায়গঞ্জ থানা পুলিশের হাতে চোরদের সোপর্দ করেন।

স্থানীয় জনতার হাতে আটক চোর চক্রের সদস্যরা হলেন- বগুড়ার গাবতলী থানার হোসেনপুর গ্রামের খাজা প্রামাণিকের ছেলে আশরাফ আলী (রকি) এবং একই থানার লাওয়ামারা গ্রামের আমিনুল ইসলামের ছেলে শান্ত।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, গণধোলাইয়ের শিকার দুই গরুচোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসা পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ