কাজল দাস, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার আয়োজনে আলোচনা সভা, ঋণের চেক ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে।
‘দক্ষ যুব গড়বে দেশ যুব, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আযাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন, উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ, উপজেলার সামাজিক উন্নয়ন মুলক সংগঠন প্রথিক যুব সংঘের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধে উপস্থিত ছিলেন সকল কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন প্রমুখ। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ যুব প্রশিক্ষণার্থীদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করেন।