কাজল দাস, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজার আইসিটি কোচিং সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইসিটি কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মো: মনিরুল ইসলামের সঞ্চালনায় ও সোনাখাড়া ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এ এম শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা, উপজেলা ও স্থানীয় শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মী প্রমুখ।
আইসিটি কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুল ইসলাম বলেন, তোমরা যারা জিপিএ-৫ পেয়েছ তাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। তোমাদের নিজেকে গড়ে তুলতে হবে। সারা বিশ্বের সাথে তোমাদের প্রতিযোগিতা করতে হবে। এইচএসসি পরীক্ষা যে সাফল্য পেয়েছ তা যেনো সারা জীবন বজায় থাকে। তোমরা যেন হারিয়ে না যাও।
কৃতি শিক্ষার্থীদের মধ্যে লিটন, নাইম, রায়হান এবং অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন পিয়ার আলী, আলাউদ্দিন প্রমুখ।
সংবর্ধিতরা হলেন এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মায়া খাতুন, মোহনা খাতুন, মরিয়ম খাতুন ও শাহাদৎ হোসেন। এছাড়াও ১৫জন শিক্ষার্থী আইসিটি বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ৮০ প্লাস নম্বর অর্জন করেছে।