
কাজল দাস, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ইউটার্ন বন্ধকরণ ও যানবাহন চলাচলের স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত।
বুধবার সকাল ১১ দিকে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা এড়াতে ও নিরাপদ সড়কের দাবিতে এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসুচিতে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম মুক্তাদির, বিশিষ্ট সমাজ সেবক আবু বকর সিদ্দিক ফিরোজ, জামায়েত নেতা তরিকুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি গোলাম রাব্বি, সেক্রেটারি মেরাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ফয়সাল, ফাহিম, আসিফ প্রমুখ। এ সময় ইউনিয়নের জনগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি এবং পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, প্রতিনিয়ত বেড়েই চলছে সড়ক দুর্ঘটনা, ঝরে পড়ছে অসংখ্য তাজা প্রাণ। অনেকেই আবার বেঁচে ফিরছে আজীবন পঙ্গুত্ব নিয়ে, কষ্টে ভুগতে হচ্ছে সারাজীবন। তাইতো বলা হয় ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’। ঝুঁকিপূর্ণ ইউটার্নের কারণে গত ৬ মাসে দুর্ঘটনায় ৮ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে। তাই অতি দ্রুত সময়ের মধ্যে ইউটার্ন বন্ধ করে স্থানী সমাধান চান তারা।
মানববন্ধন চলাকালীন স্থানীয় জনসাধারণ মহাসড়ক অবরোধ করে। প্রায় ১ ঘন্টা ব্যাপি মানববন্ধনে দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ঝুকিপূর্ণ ইউটার্ন বন্ধকরণ ও যানবাহন চলাচলের স্থায়ী সমাধানের আশ্বাস প্রদান করেন।