কাজল দাস, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে নও মুসলিম পরিবার পেলো একটি ছাগল ও বাজার সামগ্রী।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ভূয়োট (নিমগাছি) গ্রামের সদ্য হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী তৌহিদুল ও তার পরিবারকে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
সরেজমিনে গিয়ে জানা গেছে, দুই মাস পূর্বে তৌহিদুল ইসলাম (২৬), স্ত্রী খাদিজা খাতুন (২২) ও তার নাবালিকা কন্যা ফাতেমা খাতুন (৩) সহ স্বপরিবারে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করে তারা। ধর্ম পরিবর্তন করার পর থেকে বিভিন্ন প্রতিকূলতা ও অভাব-অনটনে চলছিল তাদের সংসার। তাদের সার্বিক অবস্থা বিবেচনা করে সিরাজগঞ্জ জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে কর্মসংস্থান ও স্বাবলম্বী করার জন্য একটি বকনা ছাগল ও বাজার সামগ্রী পৌছে দেন এক ঝাক স্বেচ্ছাসেবী।
মানবিক কর্মী আব্দুর রহিম (বনি আমিন) বলেন, “নও মুসলিম পরিবারে অস্বচ্ছলতার কারণে পূর্বেও তিনি ফেসবুকবন্ধু ও আল জামেয়া আল ইসলামী ট্রাস্ট এর সহযোগিতায় একটি সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করেছিলেন। পরে আবার সিরাজগঞ্জ জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে বন্যার্তদের জন্য সংরক্ষিত ফান্ডের অবশিষ্ট টাকা দিয়ে একটা বকনা ছাগল, দুই বস্তা চাউল ও বাজার সামগ্রী তুলে দেওয়া হয়।”
নব মুসলিম পরিবারের প্রধান কর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, “ইসলাম একটি শান্তির ধর্ম ও মহান আল্লাহ তায়ালার মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। ইসলামের ছায়াতলে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর যারা আমাকে সাহায্য করেছে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এ সময় স্বেচ্ছাসেবী হিসাবে উপস্থিত ছিলেন মো. সালেকুজ্জামান বাবু, মো. সোহেল রানা মিন্টু, মো. আব্দুল কাফি প্রমুখ। এছাড়াও স্থানীয় মসজিদের ইমাম ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।