
সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ : শিক্ষার্থী ও প্রথম আলো বন্ধুসভার সদস্যদের বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঠচক্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে নৈঃশব্দ্য মহাকাল উন্মুক্ত পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান।
তিনি এমন আয়োজনের প্রশংসা করে বলেন, এ উপজেলার শিক্ষায় আগ্রহী মানুষের জন্য আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। পাঠচক্র অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি ও কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো।
এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান মো. ফরহাদ আলী, উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল আমিন, প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সহসভাপতি মুশফিকুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক দুর্জয় কুমার মাহাতো, স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সজিব সরকার, সদস্য পাপ্পু কুমার দে, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি মো. সাজেদুল আলম প্রমুখ।
পাঠচক্রের শুরুতে শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ ও আলোচনা করা হয়। এতে বন্ধুসভার সদস্য, উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয় ও উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের নির্বাচিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি ও কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো বলেন, নিয়মিতভাবে পাঠচক্র পরিচালনার চেষ্টা থাকবে। আগ্রহী পাঠকদের নির্ধারিত দিন ও সময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।