
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবক উজ্জ্বল হোসেন (২৭) উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই গ্রামের আব্দুল খালেকের ছেলে। বুধবার সকালে বাকাই গ্রামের রাস্তার পাশে ফাঁস দেয়া অবস্থায় ঝুলে থাকা মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
এলাকাবাসী জানান, ইউনিয়নের বাকাই এলাকায় রাস্তা দিয়ে পথচারীরা যাওয়ার সময় তারা গাছে ঝুলন্ত অবস্থায় একজনকে ঝুলে থাকতে দেখতে পায়। পরে কাছে গিয়ে তারা দেখতে পান গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে থাকা ব্যক্তি একই এলাকার উজ্জল হোসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। তবে এটি হত্যা, নাকি আত্মহত্যা, এ নিয়ে অনেক জল্পনা কল্পনা এলাকাবাসীর মধ্যে। নিহতের পরিবারের লোকজন জানান, সে নেশায় আশক্ত ছিল হয়তবা নেশারত অবস্থায় সে এমন কাজ করেছে।
রায়গঞ্জ থানার ওসি হারুন অর রশীদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় জানাযায় নিহত যুবক নেশার সাথে সম্পৃক্ত ছিল। এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তারপরেও এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত শেষে জানা যাবে।