কাজল দাস, রায়গঞ্জ: “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে দিবসটি পালন করা হয়।
সোমবার সকাল ১১টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সামনে র্যালী ও উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা শেষে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, সমাজ সেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, পরিসংখ্যান কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি শামছুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মো: আলী মর্তুজা, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম মুক্তাদির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ, ফয়সাল আহমেদ, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে সফল ৪ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্তরা হলেন, বুলু রানী, হাফিজা খাতুন, মিতু খাতুন, মঞ্জুরা পারভীন।