বুধবার, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে সামান্য বৃষ্টিতে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

কাজল দাস, রায়গঞ্জ: অল্প বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ যেন জলাবদ্ধতা হয়ে যায়। পানি নিষ্কাশনের জন্য নেই কোনো ব্যবস্থা। জলাবদ্ধতা থাকায় খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা জানিয়েছেন স্থানীয়রা।

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ এভাবে প্রায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধ হয়ে আছে।

এ ব্যপারে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ নাগ বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের মাঠের চতুর্দিকে রাস্তা থাকায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। ফলে বৃষ্টির পানি বিদ্যালয়ের খেলার মাঠে জমা হয়ে জলাবদ্ধতা হয়ে থাকে। আমাদের বিদ্যালয়ের বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে বিষয়টি অবগত করেছি। তিনি দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ্বাসও দিয়েছেন।

তিনি আরো জানান, এই বিদ্যালয়ে প্রায় ১ হাজার ৪’ শত শিক্ষার্থী রয়েছে। মাঠে জলাবদ্ধতা থাকায় কেউ খেলাধুলা করতে পারছে না। জলাবদ্ধতা থাকায় ছেলে ও মেয়েরা খেলাধুলার বিকাশ ঘটাতে পারছে না।

শিক্ষার্থীরা জানায়, ‘বিদ্যালয় ছুটির পর প্রতিদিন তারা এ মাঠে খেলাধুলা করতো। এখন আর মাঠে খেলার সুযোগ নেই। বিকালে রাস্তার পাশে বসে সবাই মোবাইলে গেম খেলে।’ এতে মানসিক ও মেধবিকাশে বাধাগ্রস্ত হচ্ছে তারা।

স্থানীয় বাসিন্দা ও মাঠটির সংস্কারের দাবি নিয়ে কাজ করা রেজাউল করিম শাহিন, আব্দুল রাজ্জাক লিটন, দিলিপ, রাজু আহমেদ, ওসমান গন, এলহাম উদ্দিন, মিলন খান, শাকিল সরকার, রেজা আকন্দ, রহিম শেখ জানান, মাঠটি স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি গ্রামের যুবকরাও খেলাধুলা করে। মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কার না করা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কিন্তু জলাবদ্ধতা নিরসনে বাস্তবভিত্তিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে বন্ধ রয়েছে খেলাধুলাসহ সার্বিক কার্যক্রম। এ কারণে সাধারণ শিক্ষার্থীসহ এলাকার যুব সমাজ খেলা ছেড়ে মাদক, জুয়াসহ নানামুখী নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। আগে এই বিদ্যালয় মাঠে নিয়মিত টুর্নামেন্ট খেলার আয়োজন হতো জলাবদ্ধতার কারণে আটকে রয়েছে খেলাধুলার কার্যক্রম। যুব সমাজসহ শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আশা করি উপজেলা প্রশাসন জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে খেলাধুলার পরিবেশ তৈরি করবেন।

উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের জলাবদ্ধতার বিষয়টি জেনেছি। খুব দ্রুত ওই বিদ্যালয় মাঠ সরেজমিন পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করে মাঠটি খেলার উপযোগী করে তুলবো।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ