বৃহস্পতিবার, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে ৪র্থ শ্রেণির কর্মচারীর রাজকীয় বিদায়, আবেগ আপ্লুত শিক্ষক শিক্ষার্থীরা

কাজল দাস, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪র্থ শ্রেণির কর্মচারীর রাজকীয় বিদায়, আবেগ আপ্লুত শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার ধানগড়া ইউনিয়নের তেলিজানা আলিম মাদ্রাসা’র ৪র্থ  শ্রেণির কর্মচারী মো: শাহজাহান আলীর বিদায় সংবর্ধনা উপলক্ষে মাদ্রাসা’র মাঠ পাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
তেলিজানা আলিম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: আব্দুল হাই আল হাদী’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক প্রভাষক এস.এম মমতাজ হোসেন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রয়হাটি দাখিল মাদ্রাসা সুপার আলমগীর হোসেন, সাবেক শিক্ষক মাওলানা রুহুল আমিন জিহাদী। 
অন্যান্য শিক্ষক ও অবিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল মোমিন মন্ডল, গোলাম আজম, নাজমুন নাহার, আমিনুল ইসলাম সবুজ, মাহফুজুল হক, মোহাম্মাদ আলী, ডা: আলমগীর হোসেন, সাবেক শিক্ষার্থী হুজায়ফা হিজল, একরামুল হক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমাদের প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণির কর্মচারী শাহজাহান আলী একজন সৎ, কর্মনিষ্ঠ ও আদর্শ মানুষ। তিনি ছিলেন প্রতিষ্ঠানের জন্য একটি নিবেদিত প্রাণ।
তিনি কখনো তাঁর কাজে ফাঁকি দেয়নি। প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে তিনি নিষ্ঠার সাথে দীর্ঘ ৪৩ বছর তাঁর দায়িত্ব পালন করেছেন।
মানুষ তাঁর কর্মের মধ্যে দিয়ে বেচেঁ থাকেন, তিনিও আমাদের মাঝে কর্মের মাধ্যমে বেচেঁ থাকবেন। বিদায়ী শাহজাহান আলী’র সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারাঁ।
অবশেষে, শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের পক্ষ থেকে বিদায়ী শাহজাহান আলীকে পুষ্পমাল্য দ্বারা বরণ করে নেওয়া হয়। এছাড়াও  বিদায়ী শাহজাহান আলীর জন্য নগদ অর্থ, নতুন পোশাক, টুপি, রুমাল, জায়নামাজ, তজবী, লাঠি সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *