মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়গঞ্জ কমিউনিটি ক্লিনিকে উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে কমিউনিটি ক্লিনিকে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার ইউনিসেফ এর সহযোগিতায় ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে জঞ্জালী পাড়া কমিউনিটি ক্লিনিকে মা ও শিশু বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমিমুল ইহসান তৌহিদ মা ও শিশু বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও বিভিন্ন স্বাস্থ্য সচেতনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় তিনি আরো বলেন, রায়গঞ্জের সকল গর্ভবতী মাকে একটি নিয়মিত নিয়ন্ত্রিত মনিটরিং সিস্টেমে কিভাবে আনা যায় এ বিষয়ে আলোচনার পাশাপাশি বলেন, গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।প্রতিটি প্রসব পরিকল্পনা যেন প্রাতিষ্ঠানিক হয়ে থাকে কোনমতেই বাড়িতে অদক্ষ দাই দ্বারা প্রসব করানো যাবে না। গর্ভকালীন বিপদ চিহ্ন ও আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাদের সামনে উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা: বেলাল হোসাইন।

স্বাস্থ্য পরিদর্শক সার্বিক মজিবর রহমান,সাবেক স্বাস্থ্য পরিদর্শক জীবন কুমার সুর, সিএইচসিপি সেলিম রেজা, স্বাস্থ্য সহকারী নজরুল ইসলাম, অত্র সিসির ভুমিদাতা মোছা: সামসুন্নাহার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে গর্ভবতী মায়েদের বিনামূল্যে বিভিন্ন শারীরিক পরীক্ষা- রক্তের হিমোগ্লোবিন পরিমাপ ,ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস, ইউরিন টেস্ট, রক্তচাপ পরিমাপ সহ ওজন, উচ্চতা পরীক্ষা করা হয় ও আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ট্যাবলেট প্রদান করা হয়।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র স্টাফ নার্স শামীমা ইয়াসমিন জানান এ উঠান বৈঠকে মোট ২৫ জন গর্ভবতীকে বিশেষ সেবা প্রদান করা হয়।

পাশাপাশি ৫৬ জন ৩০ ঊর্ধ্ব মহিলাদের জরায়ুর মুখ ও স্তন পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজন ভায়া পজেটিভ ও একজন সিবিই পজেটিভ হয়। ৫১ জন রোগীর কফ পরীক্ষা করা হয় এর মধ্য একজনের যক্ষার জীবাণু ধরা পড়ে। শেষে সকলকে পরীক্ষাগুলোর রিপোর্ট প্রদান করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ