মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রায়পুরায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

রায়পুরা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় গলায় ফাঁস দিয়ে রোমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

সোমবার (১৫ মে) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোমা আক্তার রায়পুরা পশ্চিম পাড়া এলাকার আজমত আলীর মেয়ে ও শ্রীনগর এলাকার রবিউল ইসলামের ছেলে দুবাই প্রবাসী সিদ্দিকুর রহমান এর স্ত্রী। ১০ বছর আগে এ দম্পতির বিয়ে হয়। দাম্পত্য জীবনে সে ১ ছেলে ও ১ মেয়ের জননী ছিলেন। 

নিহতের ২ বছরের সন্তান রাকিবুল জানায়, বাড়িতে এসে শোবার ঘরে গিয়ে দেখতে পাই সিলিং ফ্যানের সাথে মায়ের দেহ ঝুলে আছে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়। তারা এসে মায়ের ঝুলন্ত দেহ নিচে নামিয়ে দেখে বুক ধরফর করছে। ডাক্তারের কাছে নেয়ার আগেই মারা যায়। পরে এলাকাবাসী ফোনে পুলিশকে অবহিত করে। 

নিহতের মা নুরুন্নাহার বলেন, আমার মেয়ে হরমোন জনিত সমস্যায় দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলো। সকালে মেয়ে রোমা আমাকে ফোনে জানায় তার ভালো লাগতেছেনা। এর ঘন্টাখানেক পরেই তার মৃত্যুর খবর পাই। 

খবর পেয়ে রায়পুরা থানার উপ-পরিদর্শক বাপ্পি কবিরাজ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে মর্গে প্রেরন করে। তদন্ত স্বাপেক্ষে পরবর্তি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ