
খন্দকার শাহ নেওয়াজ, রায়পুরা: নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫ জন এক ট্রেনে এবং অপর একজন অন্য একটি ট্রেনে কাটা পড়ে। এক সাথে এতগুলো মানুষ ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনাটি রহস্য বলেও মনে করছেন অনেকেই। লাশের পরিচয় শনাক্তের জন্য ঘটনাস্থলে পিবিআই, পুলিশ ও রেলওয়ে পুলিশের লোকজন কাজ করছে।
ট্রেনে কাটাপড়া পাঁচটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. শহিদুল্লাহ।
সোমবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কমলপুর নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের শরীরের বিভিন্ন অংশ রেললাইনের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল।
সরজমিনে গিয়ে জানা যায়, মেথিকান্দা স্টেশন থেকে ঢাকার পথে আনুমানিক ২ কিলোমিটার দুরে উপজেলার কমলপুর এলাকায় সকাল আনুমানিক ৮টার দিকে রেললাইনের পাশে ট্রেনে কাটা ছিন্ন-বিচ্ছিন্ন ৫টি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এর কয়েক ঘন্টা পর সকাল সাড়ে ১১টায় শ্রীরামপুর রেলগেইট এলাকায় ঢাকাগামী কালনী এক্সপ্রেসে কাটা পড়ে আরো একজনের মৃত্যু হয়। পৃথক দুটি ট্রেনে কাটা পড়ে নিহত ৬জনের কারো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে নিহতরা নিম্ন আয়ের মানুষ।
রেলওয়ে মেথিকান্দা স্টেশন সূত্রে জানা যায়, ভোরে ঢাকামুখি ৪টি ট্রেন মেথিকান্দা স্টেশন অতিক্রম করে। তুর্ণা নিশিতা, উপবন, চট্রগ্রাম মেইল ও তিতাস। এর যেকোন একটাতে দূর্ঘনা ঘটছে বলে ধারনা করা যাচ্ছে। ভোর ৫টায় ছেড়ে যাওয়া চট্রগ্রাম মেইলে দূর্ঘটনাটির সম্ভাবনা থাকতে পারে এমনটাই আশংকা সবার। পরবর্তিতে সকাল ১১.৩৫ মিনিটে শ্রীরামপুর রেলগেইট এলাকায় কালনী এক্সপ্রেসে কাটা পড়ে আরো একজন। নিহতদের নাম-পরিচায় জানা যায়নি, তবে নিহতরা সবাই ছিল পুরুষ।
এদিকে, একসাথে ট্রেনে কাটা পড়ে ৫জনের প্রাণহানির বিষয়টি রহস্যজনক বলেও মনে করছেন অনেকে। সম্প্রতিকালে রায়পুরা উপজেলায় ঘটে যাওয়া বিভিন্ন দ্বন্ধ, হিংসা, রাজনৈতিক প্রতিহিংসার বলি কিনা তারা এবিষয়েও আইনশৃঙ্খলাবাহিনীকে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান সচেতন মহল।
স্থানীয় মেথিকান্দা স্টেশন মাস্টার আশরাফ আলী বলেন, সকালে আমি সাধারণ জনগণের মাধ্যমে জানতে পারলাম এখান থেকে ঢাকার দিকে প্রায় ২ কিলোমিটার দুরে ৫জন লোক কাটা পড়ে। সকালে ট্রেন গেছে চারটা। এর মধ্যে তুর্ণা নিশিতা, উপবন, চট্রগ্রাম মেইল ও তিতাস। এর যেকোন একটাতে দূর্ঘটনা ঘটছে। তবে চট্রগ্রাম মেইলে দূর্ঘটনাটির সম্ভাবনা থাকতে পারে। এটা ৫টায় স্টেশন অতিক্রম করছে। পরবর্তিতে সকাল ১১.৩৫ মিনিটে শ্রীরামপুর রেলগেইট এলাকায় কালনী এক্সপ্রেসে কাটা পড়ে আরো একজন।
সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে এসেছি। লাশগুলো রেললাইনের বামদিকে ছিল ৩টি ও ডান দিকে ছিল ২টি। বিষয়টি কিভাবে কি ঘটেছে তা আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখবো। যেহেতু ৫জন মানুষের মৃত্যু এভাবে কোন ভাবেই কাম্য নয়। বিষয়টি আমরা খুবই গুরুত্বের সাথে খতিয়ে দেখবো। লাশগুলো এখনো শনাক্ত করা যায়নি এবং স্থানীয়রাও কেউ চিনতে পারেনি। ধারনা করা হচ্ছে দুরবর্তি স্থানের কেউ তারা। লাশের পরিচয় শনাক্তের জন্য ঘটনাস্থলে পিবিআই, পুলিশ ও রেল পুলিশের লোকজন কাজ করছে।