রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযুদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শনিবার সকালে (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষনা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. ওয়াহিদ হোসেন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, জামায়াতে ইসলামী রায়পুরা শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলম প্রমূখ।
এসময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশিল সমাজ, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনি পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং রায়পুরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।