লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর শহর দিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদী। দীর্ঘদিনের অবহেলায় ময়লা আবর্জনায় ভরে গেছে ডাকাতিয়া। এতে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। মৃত ডাকাতিয়াকে জীবত করতে উদ্যোগ নিয়েছে রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট।
বৃহস্পতিবার দুপুরে শহরের ওয়াপদা কলোনি এলাকায় আনুষ্ঠানিকভাবে ডাকাতিয়া পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মামুনুর রশিদ, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ।
পরে ডাকাতিয়া নদীর বিভিন্ন অংশে কচুরি পেনা সহ ময়লার স্তুপ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। এ কার্যক্রমে স্থানীয় ও পৌর পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এতে বন্ধ থাকা ডাকাতিয়া নদীর পানির প্রবাহ সহ গতি ফিরে আসতে শুরু করেছে। দীর্ঘ দুই যুগ ধরে ময়লার স্তুপ ও কচুরিপানার কারনে নদীর প্রবাহ বন্ধ হয়ে যায়। দুষিত পানির কারনে মারা যায় সব ধরনের মাছ।
রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, আমার নির্বাচনী ইশতেহার ছিলো মৃত ডাকাতিয়া নদীকে জীবত করা। এক সময় ডাকাতিয়া নদীতে পানি প্রবাহ ছিলো। কিন্তু ময়লা আবর্জনা ফেলে তার ভরাটের দিকে। আমরা উদ্যোগ নিয়েছি ডাকাতিয়া পরিস্কার-পরিচ্ছন্ন করার। সকলের সহযোগিতা ফেলে আমাদের অভিযান সফল হবে।