এম. মেহেদুল খাঁন, সৌদি আরব ও মধ্যপ্রাচ্য ব্যুরো প্রধান: সৌদি আরবের রাজধানী রিয়াদের আল খাইয়াম হোটেলে শুক্রবার রাতে সানাম প্রোডাকশন এশিয়ান অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবে বসবাসরত এশিয়ান দেশগুলোর বিভিন্ন সেক্টরে অবদান রাখা ব্যক্তিদেরকে সানাম প্রোডাকশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
তারই ধারাবাহিকতায় পাকিস্তান, বাংলাদেশ এ বছর এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে কামরান মালিক বলেন, যোগ্য ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে আমরা খুশি। আগামীতে এশিয়া মহাদেশের সকল দেশের সৌদি আরবে কর্মরত ব্যক্তিদের যোগ্যতা অনুযায়ী সানাম প্রোডাকশন আওয়ার্ড প্রদান করা হবে।
বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাওয়া ৮ বাংলাদেশি হলেন: সাংবাদিকতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, স্বাস্থ্য সেবা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের ইংরেজি শাখার চেয়ারম্যান ডাক্তার মো. মহসিন, ডাক্তার মোহাম্মদ আবদুল হালিম, শিক্ষাখাতে বিশেষ অবদান রাখায় রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের বাংলা শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হোসাইন, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ও উদ্যোক্তা হিসেবে সাইন সিটি পলিক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে মো. ফারুক হোসেন, ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ফকির আল মামুন, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ভালো ফলাফল করায় বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের বাংলা শাখার শিক্ষার্থী তৌফিকুর রহমান এ অ্যাওয়ার্ড পেয়েছেন।
অনুষ্ঠানে পাকিস্তানের শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ,সোশ্যাল ওয়ার্কার, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন ক্ষেত্রে সানাম অ্যাওয়ার্ড প্রদান করা হয়।