শনিবার, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রুপগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন ব্যারিস্টার শেখ ফজলে নাঈম

নিজস্ব প্রতিবেদক:পবিত্র রমজান উপলক্ষে আওয়ামী যুবলীগের মানবিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলহাজ্ব লায়ন শাহীন মালুমের উদ্যোগে রুপগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

শনিবার দুপুরে শিমুলিয়া বালুর মাঠে দুস্থ ও অসহায়দের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এসময় প্রত্যেককে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, আলু, মুড়ি, চিড়া ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেওয়া হয়। 

এসময় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম । আরও উপস্থিত ছিলেন‌ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন,দাউদপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুল মালুম সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ।

খাদ্যসামগ্রী পেয়ে অসহায় এক ব্যক্তি বলেন, যুবলীগের খাদ্যসামগ্রী পেয়ে অনেক খুশি হয়েছি। তারা আমাদের করুণ অবস্থা দেখে পাশে দাঁড়িয়েছে এতে আমরা শুকরিয়া আদায় করছি। এর আগের বছর রোজায় ও করোনার সময়ও তারা আমাদের ত্রাণ দিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ