বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রেফার নয়, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে জটিল অপারেশন!

নিজস্ব প্রতিবেদক।।

কথায় কথায় রেফার রোগ দূরে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ৮৩ বছর বয়সী রোকেয়া বেগম নামের এক বৃদ্ধার বাম হিপ রিপ্লেসমেন্ট সার্জারির জটিল অপারেশন সম্পন্ন করা হয়েছে।

অপারেশন পরবর্তী রোগী ভাল বলে সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নিশ্চিত করেছেন হাসপাতালে অর্থোপিডিক্স বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. ফখরুল আলম আশেক।

কাজের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পেয়ে গর্বিত ওই চিকিৎসক।

রোকেয়া বেগম আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের তারুয়া গ্রামের উত্তর পাড়ার শেখ বাড়ির মৃত শহিদ মিয়ার স্ত্রী।

রোকেয়া বেগমের মেয়ে আংগুরা বেগম বলেন, গত ১৫ সেপ্টেম্বর আশুগঞ্জ উপজেলার তারুয়া-আশুগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মা রোকেয়া বেগম গুরুত্ব ভাবে আহত হয়। তারপর মাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করি। আমরা হতদরিদ্র পরিবার, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা এবং উন্নত চিকিৎসার জন্য আমার মাকে ঢাকা নিতে পারেনি। তারপর আমি ডা. ফখরুল আলম আশেক স্যারের সাথে যোগাযোগ করি। স্যার আমাদের আর্থিক অভাব-অনটন কথা শুনে আমার মাকে সদরে ভর্তি থাকতে বলেন এবং সদরেই অপারেশন হবে ঢাকা বা কোন প্রাইভেটে যেতে হবে না অপারেশনের প্রস্তুতির নিতে বলেন। স্যার আজকে আমার মায়ের অপারেশন করেন। আমার মা এখন সুস্থ আছেন।

তিনি আরও বলেন, স্যারদের সহযোগিতায় আমার মায়ের অপারেশন হয়েছে৷ আমরা ঢাকা বা প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা করা সম্ভব ছিল না। স্যারদেরকে অনেক ধন্যবাদ জানায়।

হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. ফখরুল আলম আশেক বলেন, সাধারণত জেলা হাসপাতালে এই ধরনের জটিল কেস (Critical case) নিয়ে রোগীরা ভর্তি হলে তাঁদের রেফার করা হয়। কিন্তু আমাদের কাছে, যতগুলো এই ধরনের কেস এসেছে, আমি সাফল্যের সঙ্গে অপারেশন করেছি। অনেক অপারেশন হয়েছে আমার অধীনে।

তিনি আরও বলেন, হাসপাতালের অভিজ্ঞ এনেসথেটিস্ট ডা. সৈয়দ আরিফুল ইসলাম ও অর্থোপেডিক্স বিভাগে মেডিকেল অফিসার ডা. সোলায়মান মিয়ার দক্ষ প্রচেষ্টায় রোকেয়া বেগমের বাম হিপ রিপ্লেসমেন্ট সার্জারির জটিল অপারেশন সম্পন্ন করছি। এই ধরনের অপারেশন পুরো টিম ওয়ার্কে করতে হয়। আর ঢাকা নয়, সকল রোগের জটিল অপারেশন সদর হাসপাতালে হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ