ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রোজবাড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতশিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) উপজেলার দক্ষিণ বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এই ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ হয়।
রোজবাড প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে চাটখিল ইসলামিয়া ডায়াবেটিস সেন্টার স্কুলটির ব্যবস্থাপনা পরিচালক ও দারুল আর্কাইভ দাখিল মাদরাসার পরিচালনা পর্ষদের সদস্য মুহাম্মদ রহমত উল্যাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএমএ সভাপতি ডাঃ এম.এ নোমান।
বিশেষ অতিথি ছিলেন চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, চাটখিল সেন্ট্রাল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ভিপি বজলুর রহমান লিটন, ডিয়ার ছোয়াদ হজ্ব ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত উল্লাহ্, মাওলানা শামসুল আলম প্রমুখ।
সভা শেষে কৃত শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।