
লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্ৰামের রৌমারীতে ছিনতাইয়ের তিন দিনেও গ্রেফতার হয়নি কেউ।
রৌমারী প্রাণি সম্পদ ও ভ্যাটেরিনারিতে কর্মরত মোহিষ (এ.আই) টেকনিশিয়ান কর্তিমারী বাজারের বিপ্লব ভ্যাটেনারির মালিক মো: বুলবুল আহম্মেদ বিপ্লব(৩২) পিতা মো: আলতাফ হোসেন, যাদুর চর চাক্তাবাড়ি শনিবার রাত ১ টায় যাদুরচর চাক্তাবাড়ি ভাষা সৈনিক গেট এর পাশে হাত-পা বাঁধা অবস্থায় মেইন রাস্তায় ফেলে পালিয়ে যায়।
তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে বুলবুলকে উদধার করে রৌমারী সরকারী হাসপাতালে এ ভর্তি করে।
হাসপাতালে কর্মরত ডাক্তার দীর্ঘ ৬ ঘন্টা চিকিৎসা করার পর দ্রুত বাহিরে পাঠানোর পরামর্শ দেন।
বুলবুল আহম্মেদ বিপ্লবের বোনের স্বামী রৌমারী উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো: কামরুল জামান বাবু তাকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায়।
মুঠোফোনে যোগাযোগ করে জানা যায়, রোগীর জ্ঞান ফিরলেও এখনো সঠিকভাবে কথা বলতে পারছেন না। ঘটনার ৭২ ঘন্টা পার হলেও আসামি এখনো ধরা পরেনি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনার মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।